Notice Board

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল ২০২৩ | ১ম মেধাতালিকার

অনার্স ভর্তি ফলাফল ১ম মেধাতালিকাঅনার্স ২য় মেধা তালিকার ফলাফল ২০২৩ | জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল ২০২৩ : আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ১ম  মেধা তালিকার ফলাফল জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। এখানে ফলাফল দেখার নিয়ম সহ ফলাফল পরবর্তী করণীয় সম্বন্ধ্যে বিশদ আলোচনা করা হবে।

উল্লেখ্য যে, মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২৩ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে, তাকে অবশ্যই ….  তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চুড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। নিম্নে ২য় মেধাতালিকার ফলাফল দেখার পদ্ধতি এবং চূড়ান্ত ভর্তি পদ্ধতি দেখুন।

অনার্স ভর্তি ১ম মেধাতালিকার ফলাফল দেখার নিয়ম

২০২৩ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি ১ম মেধাতালিকার ফলাফল সাধারণত দুইভাবে দেখা যায়। যথা : অনলাইন ও এসএমএস এর মাধ্যমে। একইদিন উক্ত ফলাফল SMS -এর মাধ্যমে বিকাল ৪টা থেকে এবং ওয়েবসাইট থেকে রাত ৯ টার পর হতে পাওয়া যাবে। নিম্নে ২য় মেধাতালিকার ফলাফল দেখার পদ্ধতি এবং চূড়ান্ত ভর্তি পদ্ধতি দেখুন।

বিবরণ সময়
১ম মেধা তালিকার ফল প্রকাশ
১ম পর্যায়ে ভর্তির সময়
ভর্তি ফি প্রদান
কলেজ কর্তৃক নিশ্চায়ন

 

Online এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম

NU Admission Result

অনলাইনে মেধাতালিকার ফলাফল জানতে নিচের লিংকে গিয়ে রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন। আপনি ভর্তির জন্য নির্বাচিত হলে বা আপনি ১ম  মেধাতালিকায় স্থান পেলে আপনি আপনার ফলাফল দেখতে পারবেন।

ফলাফল দেখার নিয়ম : লিংকে ক্লিক করার পর রোল নম্বর ও পিন নম্বর দিন। রোল নম্বরটি হচ্ছে প্রাথমিক আবেদন করার সময় ফরমের মধ্যে যে রোল নম্বর লেখা থাকে, ঐ রোল নম্বর। আর পিন নম্বর হচ্ছে অনলাইনে আবেদন করার পর সাথে সাথে মোবাইলের মধ্যে আসা মেসেজের মধ্যে তা পেয়ে যাবেন। উল্লেখ্য মেসেজের মাধ্যমে রোল ও পিন নম্বর জানিয়ে দেয়া হয়।

বি. দ্র. রেজাল্ট প্রকাশের দিন সবাই একসাথে চেষ্টা করার কারনে সার্ভার ডাউন হয়ে যায়। ফলে লিংকে ঢুকতে সময় লাগতে পারে।

ভর্তি রোল ও পিন পুনরুদ্ধার করার নিয়ম

আবেদন করার পর ভর্তি রোল বা পিন হারিয়ে গেলে বা ভুলে গেলে চিন্তার কোনো কারণ নেই। আপনি খুভ সহজে ভর্তি রোল ও পিন রিকোভার (পুনরুদ্ধার) করতে পারবেন। সে জন্য আপনাকে এই লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে। তারপর আবেদনকারির এইচএসসি রোল, বোর্ড ও পাসের সন, জন্মতারিখ এবং অনার্স সিলেক্ট করে Search বাটনে ক্লিক করলেই আপনার নতুন ভর্তি রোল বা পিন নম্বর এসে যাবে।

SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম

এসএমএস এর মাধ্যমে দ্রুত ফলাফল জানতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে টাইপ করুন NU স্পেস ATHN স্পেস Roll No এবং তা সেন্ড করুন ১৬২২২ নম্বরে। এখানে NU মানে National University আর ATHN – Admission Test Honours এবং Roll no হচ্ছে প্রাথমিক আবেদনের সময় প্রাপ্ত রোল নম্বর।

বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন হলে করণীয়

১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের মাইগ্রেশন হবে বা বিষয় পরিবর্তন হবে তাদের কে পরিবর্তিত বিষয়ের জন্য পুণরায় ভর্তি ফরম পুরণ করতে হবে এবং তা প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে ২০২২ তারিখের মধ্যে জমা দিতে হবে। পরিবর্তিত বিষয়ের ফরম পুরণের জন্য এই লিংকে ক্লিক করে ফরম পূরণ করতে হবে।

উল্লেখ্য যে, কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে।

তবে বিষয় পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না এবং বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ফি প্রদান করতে হবে না।

পছন্দের সাবজেক্ট (বিষয়) না পেলে যা করবেন

মাইগ্রেশন করা পরও পছন্দের বিষয় না পেলে ২য় মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে। এ জন্য আপনাকে কোনোকিছু করতে হবে না, শুধু অপেক্ষা করতে হবে।১ম  মাইগ্রেশনের ফলাফল কোটা মেধাতালিকার ফলাফলের সাথে প্রকাশিত হবে। মাইগ্রেশন কি এবং কিভাবে করবেন? তা জানার জন্য অনার্স ১ম মেধাতালিকার ফলাফল এই আর্টিকেলটি পড়ুন।

১ম মেধাতালিকায় চান্স না পেলে যা করবেন

যদি কেউ ১ম মেধাতালিকায় চান্স না পাও তখন হতাশ হওয়ার কিছু নেই। কারন জাতীয় বিশ্ববিদ্যালয় আসন খালি রাখা সাপেক্ষে ১ম রিলিজ স্লিপ ও১ম রিলিজ স্লিপ এর সুযোগ দিয়েছে। শুধু তা না, আপনি রিলিজ স্লিপে নতুন ভাবে যেকোনো ৫টি কলেজে আবেদন করতে পারবেন। সুতরাং আপনি যদি ২য় মেরিটে চান্স নাও পান তখন রিলিজ স্লিপ এর জন্য অপেক্ষা করবেন। এ জন্য আপনি অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপ আবেদন এই আর্টিকেলটি দেখতে পারেন।


অনার্স ১ম  মেধাতালিকায় উত্তীর্ণ হলে যা করবেন

১ম মেধাতালিকায় যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হবে তাদেরকে প্রথমে অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম পূরণ করতে হবে। উক্ত ফরম প্রার্থী তার নিজের মোবাইল দিয়েও করতে পারবে। উক্ত ফরম পূরণ করার নিয়ম নিম্নে দেখুন। ফরম পুরণ করার পর উক্ত ফরমের পিডিএফ (pdf) ফাইল ডাউনলোড করতে হবে। তারপর কোনো কম্পিউটার ঘরে গিয়ে উক্ত ফাইল থেকে ফরম প্রিন্ট করে বের করতে হবে।

ফরম প্রিন্ট করার পর প্রার্থী তার নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর দিবে। এরপর প্রার্থীকে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর নম্বরে ভর্তি ফি প্রদান করতে হবে। ফি প্রদান করার পর একটি RB Number আসবে, উক্ত নম্বর ভর্তি ফরমের উপরে লিখতে হবে। এবার আবেদনকারীকে অবশ্যই  তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ভর্তি হতে যা যা লাগবে তা সহ চূড়ান্ত ভর্তি হওয়ার পদ্ধতি নিম্নে দেখুন:

অনার্স ১ম মেধাতালিকায় ভর্তির নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ২য় মেধায় উত্তীর্ণ প্রার্থীকে চূড়ান্ত ভর্তির জন্য নিম্নোক্ত যেকোনো লিংকে (ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে) রােল নম্বর ও পিন সঠিকভাবে এন্ট্রি দিয়ে Login করতে হবে। এরপর Admission Information নামে একটি পেইজ তথা আপনি যে কলেজে নির্বাচিত হয়েছেন তা দেখতে পাবেন। এবং একইসাথে Application Form নামে একটি অপশন থাকবে, চূড়ান্ত ভর্তির জন্য সেটাতে ক্লিক করতে হবে।

তারপর যে পেজ আসবে তাতে আপনার নাম, পিতার সহ আপনি যে বিষয়ে চান্স পেয়েছেন তা সম্বলিত একটি পেজ আসবে। সেখানে আপনাকে Nationality এর বক্সে Bangladeshi লিখবেন। তারপর, নিজ ধর্ম select করবেন। এরপর, একজন গার্জিয়ান এর নাম দিবেন। তারপর, গার্জিয়ান এর ফোন নম্বর এবং তার বার্ষিক আয় দিবেন।

এরপর নিচে একটি লেখা থাকবে যে, Do you want to change your assignment subject on based your preference list? অর্থাৎ আপনি যদি ১ম চয়েজ না পান অর্থাৎ মাইগ্রেশন করতে চান তাহলে Yes এ ক্লিক করবেন নতুবা No তে ক্লিক করবেন। কেউ উপরের লিস্টের সাবজেক্ট না পেতে চাইলে মাইগ্রেশন না করলেও হবে। এরপর নিচের দিকে (বাম পাশে) আপনার স্বায়ী এবং (ডান পাশে) বর্তমান ঠিকানা দিবেন। তারপর সবকিছু সঠিক হলে Save Information এ ক্লিক করুন।

তারপর যে পেজ আসবে, সেখান থাকা Download অপশনে ক্লিক করে, চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। এর মধ্যে একটি থাকবে কলেজ কপি এবং অন্যটি থাকবে স্টুডেন্ট কপি। এরপর সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত পেমেন্ট মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিবেন। তারপর কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আপনাকে নিশ্চায়ন করলে আপনার ভর্তির প্রক্রিয়া শেষ হবে।

  • অনলাইনে পূরণকৃত মূল চূড়ান্ত ভর্তি ফরম – ২ কপি (একটি কলেজ কপি এবং অন্যটি স্টুডেন্ট কপি)
  • পাসপোর্ট সাইজ ছবি ৪ টি এবং পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • SSC বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট – মূলকপি সহ ফটোকপি ২ টি
  • HSC বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট – মূলকপি সহ ফটোকপি ২ টি
  • SSC বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ২ কপি।
  • HSC বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ২ কপি।
  • পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০১৯ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য)

অনার্স চূড়ান্ত ভর্তি ফি

বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫/- টাকা সহ কলেজের বেতন ও সেশন ফি সব মিলিয়ে একটি সরকারি কলেজে আআনুমানিক সাড়ে ৩ থেকে ৫ হাজার টাকার মত লাগবে আর বেসরকারি কলেজ হলে ১০ থেকে ১৫ হাজার বা তার বেশি লাগতে পারে। এসব ফি কলেজ কর্তৃক নির্ধারিত মাধ্যমে পরিশোধ করতে হবে। আর ফি প্রদান করতে দেরি করা যাবে তবে  তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

আরও দেখুন : অনার্স ১ম রিলিজ স্লিপে আবেদন সংক্রান্ত বিস্তারিত

Test Result BD

Welcome to visit our website. Hope you can take your necessary information.
Back to top button