Notice

Railway Assistant Station Master Question Solution 2024

Dear examiner of Bangladesh Railway Assistant Station Master Question Solution Post exam. Many candidates want to know how to download the Bangladesh railway question solution 2024 test. For this reason, we have given here Bangladesh Railway question Solution. Hope you can easily download your necessary question answer from this post. We have given here the railway exam pdf and JPG. Bangladesh Railway station Master Question post is one of the largest examinations in Bangladesh Railway.  Lakhs of Candidates from various divisions have written the exams and waiting for the Question Solution. Here in this post, we shall discuss the Railway Assistant Station Master Question Solution.

Railway Assistant Station Master Question Solution 2024

The Railway Assistant Station Master Question Solution of this particular Solution checking procedure is detailed here in this post for the Candidates’ reference. But before getting into those details, let us know a few things about the Railway Assistant Station Master Question Solutions. A huge number of candidates’ exams were taken today. We are trying to best answer for you. You Know dg food sub inspector About 6 lakh applications have been received for the 250 posts of the food department. After completing this exam we have given Railway Assistant Station Master Question Solution full question solve.  Feel free to collect the solutions to our questions.

Bangladesh Railway Assistant Station Master Exam Question Solution এই ধরনের প্রশ্ন গুলো পরে প্রস্তুতি নিলে ভাল ফলাফল করতে পারবে বলে আশা করি। 

১. মিশ্র বাক্য থেকে সরল বাক্যে রুপান্তর-

মিশ্র বাক্য : যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান।

সরল বাক্য : মাংসভোজী পশু অত্যন্ত বলবান।

২. আকস্মিক এর বিপরীত শব্দ- চিরন্তন

৩. ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?- ক+ষ

৪. কোন বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো ণ হয়না- ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো ণ হয় না

৫. যে সকল পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচকতা বুঝাতে সে সকল শব্দে নিচের কোনটি হয়?- সেগুলোর শেষে ‘ত্রী’ হয়।

৬. ”আমি আজ জ্বর জ্বর বোধ করছি এখানে “জ্বর জ্বর” দ্বিরুক্তি কি বুঝাচ্ছে?- সামান্য

৭. খাসখবর শব্দটিতে খাস উপসর্গটি কী অর্থে যুক্ত হয়েছে?- বিশেষ

৮. আপন ভালো পাগলেও বোঝে”-এখানে ভালো কোন পদ? -বিশেষ্য

৯. ‘শনশন বায়ু বয়’ এ বাক্যটিতে ‘শনশন’ অব্যয়টি কোন জাতীয় অব্যয়?- অনুকার অব্যয়

১০. সাতাশ হতো যদি একশ সাতাশ’—এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া?- নিত্যবৃত্ত অতীত

১১. বাংলায় অনুবাদ করুন- To the pure all things are pure– আপনি ভাল তো জগৎ ভাল

১২. Write the opposite gender of the following-

Drake- Duck

Bee-Drone

১৩. Write the Adjective and Adverb of Noun Obligation-

Adjective-obligated or obliged

Adverb- obligatorily

১৪. Write the synonym of the word Instigate- initiate

১৫. The boy reads a book. What kind of verb of reads in the sentence. – Transitive verb

১৬. What is the antonym of satiety – Hunger

১৭. What is the meaning of soft soap- use flattery in order to persuade (তোষামুদে)

১৮. The news will shock you. Make it passive.  You will be shocked by the news.

১৯. Make it positive: Zakir is the most brilliant of all student in the class.- No other student is so brilliant as Zakir in the class. Or, (Very few students in the class are as brilliant as Zakir)

২০. Make the sentence simple: He is poor but he is honest.- In spite of his poverty he is honest.

২১. Every mother loves her child change into negative- There is no mother but loves her child

২২. Fill in the blank: I do not feel ——Rahman. – For

২৩. Correct the sentence: All of the men I have ever met, he is the rudest.-To all of the men I have ever met, he is the rudest.

২৪. Make the sentence indirect: He said to them, ” Friends, help me.- He requested to them help him.

২৫. Translate into English: ঠিক মধ্যরাতে দরজায় মৃদু টোকা পড়ল।- Someone Knocked on the door just middle in the night.

২৬. একজন দোকানদার ১২ দিনে ৫০০ টাকা আয় করল। তার প্রথম ৪ দিনের গড় আয় ৪০ টাকা হলে অবশিষ্ট দিনগুলির আয়?-উত্তরঃ ৪২.৫ টাকা

২৭. একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত? – ৪৮ টাকা

২৮. ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কিলোমিটার। ঐ ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? – ৩০০ মিটার

২৯. ৬৪ কিলোগ্রামের বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে ?-৫৬.০ কিলোগ্রাম

৩০. সম্পুর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘন্টায় সম্পুর্ণ ভর্তি করা যায়। অপর একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘন্টা সময় লাগে।- ১ ঘণ্টা ১৫ মিনিট

৩১. 3^x+4 – 9.3^x+1/3^x+2= কত?- Ans: 6

৩২. 2x + 3y/3x + 2y=5/6 হলে x:y কত?- Ans: 8:3

৩৩. x^2 +2xy -2yz -z^2 এর উৎপাদকে বিশ্লেষণ করুন- (x-z) (x+z+2y)

৩৪. 5+18+11 +14+….. এই ধারার কততম পদ ৩২০?- উত্তরঃ ১০৬ তম পদ

৩৫. দুটি বৃত্তের ব্যাসের অনুপাত ৩ঃ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফল কত? Ans: 9:4

৩৬. দুইজন লোক একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ৪ মিটার গিয়ে বামে ঘুরে আরো ৩ মিটার গেলেন তাদের মধ্যে এখন দূরত্ব কত?- ১০ মিটার

৩৭. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রী হলে, ক্ষুদ্রতম কোণের মান কত ?- ৪২ ডিগ্রী

৩৮. একটি ফুটবল টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহন করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে কয়টি খেলা পরিচালনা করতে হবে?- ১৫

৩৯. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গসেমি?- ২৫ বর্গসেমি.

৪০. x+1/x=2 হলে x/x^2+x-1 এর মান কত?- Ans: 1

৪১. পাখি পালন বিদ্যাকে ইংরেজিতে কি বলে- এভিকালচার

৪২. মাশরুমে কোন বিষাক্ত উপাদান থাকলে তা খাওয়া যায়না- মাসকারিন

৪৩. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি- ফ্যাদোমিটার

৪৪. সূর্য থেকে তাপশক্তির সাথে সরাসরি আর যে শক্তিটি আসে তার নাম কি?- আলোক শক্তি

৪৫. পরমাণুর নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে- ফিশন

৪৬. ড্রাই আইস তৈরিতে ব্যবহৃত হয়- কার্বন ডাই অক্সাইড

৪৭. সিমেন্ট তৈরির অন্যতম উপাদান কি- জিপসাম

৪৮. সমুদ্র পৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ কত – ১০ নিউটন

৪৯. আদ্রতা ৯০% বলতে কি বুঝায়?- বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%

৫০. অম্ল যুক্ত মাটি চাষাবাদের উপযুক্ত করতে কোন উপাদান প্রয়োগ করা হয়- জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে সুষম মাত্রায় সার প্রয়োগ করা উচিত

৫১. ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ প্রথম কোথায় স্থাপিত হয়?-চট্টগ্রামের কালুরঘাটে

৫২. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার- প্রমথ চেীধুরীর

৫৩. মধ্যরাতের অশ্বারোহী বলা হতো কাকে?- ফয়েজ আহমদকে

৫৪. উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাংক কমে যাওয়ার কারণ- কারণ ঐ উচ্চতায় বায়ুর চাপ কম

৫৫. জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন কে?- জেনোফেন

৫৬. সমুদ্রস্রোতের অন্যতম কারণ কী- বায়ু প্রবাহ

৫৭.ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?- জিব্রাল্টার প্রণালী

৫৮. ‘পঞচম ড্রাগনের’ দেশ বলা হয় কোন দেশকে? -তাইওয়ান

৫৯. নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়- মাওরি

৬০. ১৯৯৯ সালের ১লা ফেব্রুয়ারি সোমবার হলে ১৯৯৮ সালের ১লা ফেব্রুয়ারি কি বার ছিল?-রবিবার

  • Authority Name: Bangladesh Railway
  • Railway Assistant Station Master –586
  • Exam Date: 06th August 2022
  • Exam Time: 1.30 Hours
  • Exam Type: MCQ
  • Exam Taker: BUET
  • বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার-৫৮৬ পদের পরীক্ষার্থীর সংখ্যাঃ ৩,৪৫,৭৩৪ জন।
    সহকারী স্টেশন মাস্টার প্রিলি পরীক্ষার তারিখঃ-
    ৬ আগস্ট, ২০২২
    সময়ঃ- দুপুর ২.০০ টা থেকে ৩.৩০ টা পর্যন্ত
    এক্সাম টেকারঃ- বুয়েট
    পরীক্ষার ধরণঃ- এমসিকিউ
  • DGFood Sub Inspector Result

Railway Assistant Station Master Question Solution

We have shared all of the railway Assistant Station Master Question Solutionuestion answers as we promised. For the past few years, we always have been providing the most accurate answers and faster than any other website. Bangladesh Railway exam 2024 had a total of 200 questions and the exam time was 2 hours. Always .5 mark will be deducted from the achieved marks for 1 incorrect answer.

If you find any kind of problem in our Railway Assistant Station Master preliminary test question answer, please let us know in the comment section. We will fix the problem as soon as possible. Also, check the Railway Assistant Station Master Question Solution question mark distribution below to clear your confusion.

Test Result BD

Welcome to visit our website. Hope you can take your necessary information.
Back to top button